Home আন্তর্জাতিক দামেস্কে ইসরাইলি বিমান হামলা, নিহত ১৬।
আন্তর্জাতিক

দামেস্কে ইসরাইলি বিমান হামলা, নিহত ১৬।

Share
Share

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।  বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।  ইসরাইলের দাবি, তারা একটি ‘চরমপন্থি গোষ্ঠী’কে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে।

ইসরাইল অভিযোগ করে বলে  , ওই ‘চরমপন্থি গোষ্ঠী’ রাজধানীর দক্ষিণ-পশ্চিমের সাহনায়া এলাকায়, আরব দ্রুজ সংখ্যালঘুদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল ।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সাহনায়া এলাকায় পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল-আরাবিয়া।

ইসরাইলের ভাষ্যমতে, তারা বুধবার ভোরে সিরিয়ায় একটি অভিযানে অংশ নেয়। এ অভিযানের লক্ষ্য ছিল দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি গোষ্ঠী। এ সময় সাহনায়ায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও তথাকথিত কয়েকটি ‘নিষিদ্ধ গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সাহনায়ায় নিষিদ্ধ গোষ্ঠীগুলো যখন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়, তখন ১৬ জন নিহত হন’।

এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরাইলি হামলায় সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন নতুন সদস্য নিহত হয়েছেন।

তবে ইসরায়েলের দাবি, তারা সাহনায়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি চরমপন্থি গোষ্ঠীকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল।

এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আইডিএফ (ইসরাইলি সেনাবাহিনী) তাদের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাহনায়ায় দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার প্রস্তুতিতে থাকা একটি চরমপন্থি সংগঠনের বিরুদ্ধে হামলা চালিয়েছে’। তিনি আরও জানান, ‘সিরিয়া সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছে—দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’।

যদিও সিরিয়ার পক্ষ থেকে নেতানিয়াহুর দাবিকে অস্বীকার করে বলা হয়েছে, এটি ছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যকার সংঘর্ষ।

এ নিয়ে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যারা সিরিয়ার নিরাপত্তা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে লৌহ মুষ্টিতে প্রতিক্রিয়া জানানো হবে’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কুষ্টিয়ার কুমারখালীর তিন ভাইয়ের দাফন শেষ হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে তাদের কুমারখালীর সদকী ইউনিয়নের...

কম্বোডিয়ার অভ্যন্তরে থাইল্যান্ডের বিমান হামলা, যুদ্ধবিরতি হুমকির মুখে

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে টানা উত্তেজনার পর কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে থাই প্রতিরক্ষা বাহিনী। আজ সোমবার ভোরের দিকে এ হামলা পরিচালনা করা হয়েছে। থাইল্যান্ডের...

Related Articles

খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা : আইএএনএস-এর প্রতিবেদন

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস-এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী...

ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা আজ বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫...

রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত সবাই

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা...

জাকার্তায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের...