কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের সুরুজ মিয়ার (৬০) ছেলে মো. পাবেলকে (২৫) একটি চক্র আটক করে ব্যাপক মারধর করে মুক্তিপণ চায়। এমন খবরে স্ট্রোক করে মারা যান সুরুজ মিয়া। পড়ে পরিবার থেকে ৫০ হাজার টাকা দিলে পাভেলকে ছেড়ে দেওয়া হয় চক্রটি । উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে রবিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, ‘রবিবার দুপুরে গৌরীপুর বাজারে কবুতর কিনতে যান পাবেল। বাজারে পৌঁছালেই গৌরীপুর বাজারে একটি চক্র টার্গেট করে তাকে। কিছুক্ষণ পড় সুযোগ বুঝে ওই চক্রটি তাকে মারধর করে হাত-পা-চোখ বেধে কোন এক গলির বিল্ডিং এ নিয়ে যায়। পরে পাভেলের ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। পাভেলের বাবা ছেলের এমন সংবাদে স্ট্রোক করলে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে পাবেলকে মারধরের ছবি । অনেকেই বলছেন “ভাই তোরা কি মানুষ? এমন নিরীহ মানুষদের সাথে কেউ এইরকম করে? আজ তোদের কারণে একটা মানুষের জীবন শেষ।
পাভেলের মামাতো ভাই মো. কাইয়ূম বলেন, পাবেল একজন সহজ-সরল ছেলে। চক্রতলা বাজারে বাবার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে কাজ করেন। তার কেউ শত্রু আছে বলে আমার জানা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই ঘটনাটি উদ্ঘাটন করে চক্রটিকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এ বিষয়ে বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকে চলমান রয়েছে পুলিশি তৎপরতা।
Leave a comment