চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা না পেলেও মাঠে লিটন দাস যেন নিজের যোগ্যতার জবাব দিয়ে দিলেন। বিপিএলে দুর্বার ইনিংসে রাজশাহীর বোলারদের বিপক্ষে ঝড় তুলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মাধ্যমে নিজের দিনে রেকর্ড গড়লেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর, যেখানে তার জায়গা হয়নি, সেই রাগ-ক্ষোভ মাঠেই ঝেড়ে ফেলে লিটন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখালেন অনবদ্য পারফরম্যান্স। তার সেঞ্চুরি শুধু দলের জয়ই নিশ্চিত করেনি, তৈরি করেছে নতুন রেকর্ড। এমন দিনে অনেকেই হয়তো মাঠের বাইরে ক্ষোভ প্রকাশ করতেন। তবে সংবাদ সম্মেলনে দেখা মিলল এক শান্ত, বিনয়ী লিটনের।
দল থেকে বাদ পড়ার প্রসঙ্গে লিটন বলেন, “নির্বাচকেরা দল গড়ার ক্ষেত্রে যেটা ভালো মনে করেছেন, সেটাই করেছেন। আমার পারফরম্যান্স ওয়ানডেতে ভালো হচ্ছিল না, তাই আমি দলে নেই। এতে আমার কোনো ক্ষোভ নেই।”
তবে মাঠে তার ব্যাটিং দেখলে মনে হতেই পারে, এটি ছিল তার ক্রিকেটীয় জবাব। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে গিয়ে লিটন বলেন, “আজ দিনটাই ছিল আমার।” সংবাদ সম্মেলনে, দিনটা কেমন কেটেছে জানতে চাইলে তিনি সংক্ষিপ্ত উত্তর দেন, “খুবই ভালো।”
তার এমন বিনয়ী আচরণ ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে প্রশংসার ঝড় তুলেছে। মাঠে নিজের নৈপুণ্য দেখানোর সঙ্গে সঙ্গে লিটন প্রমাণ করলেন, মাঠের বাইরের সমালোচনায় কান না দিয়ে নিজেকে কীভাবে উপস্থাপন করতে হয়।
এই ঐতিহাসিক ইনিংসের পরও লিটন দাস যেন আরও একবার দেখালেন, বড় মঞ্চে শান্ত মাথা নিয়ে পারফর্ম করা কেবল তার ক্রিকেটীয় দক্ষতারই পরিচয় নয়, এটি তার ব্যক্তিত্বেরও পরিচায়ক।
Leave a comment