Home আন্তর্জাতিক তুরস্কে শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে থাকবেন না পুতিন।
আন্তর্জাতিক

তুরস্কে শান্তি আলোচনায় জেলেনস্কির সঙ্গে থাকবেন না পুতিন।

Share
Share

বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেই বৈঠকে উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন। তবে শান্তি আলোচনায় থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবিসির তথ্যমতে, প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেডিনস্কি এই শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ক্রেমলিনের বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন রাজি হলে তিনি নিজে আলোচনায় অংশ নিয়ে তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। ব্যক্তিগতভাবে এই সাক্ষাৎ নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন জেলেনস্কি ।

গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আলোচনায় থাকবেন না। যদিও এর আগে পুতিন যোগ দিলে শান্তি আলোচনায় উপস্থিত থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় সাক্ষাৎ করবেন জেলেনস্কি। পুতিন উপস্থিত থাকার শর্তে ইস্তানবুলে রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেয়ার কথা বলেছিলেন তিনি।

বুধবার রাতে ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়া থেকে কে আসছেন, আমি তা দেখার অপেক্ষায় আছি। তারপর ইউক্রেনের পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে গণমাধ্যমে আসা বার্তা সন্তোষজনক নয়।

প্রসঙ্গত , রোববার কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই তুরস্কের বৃহত্তম শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানান পুতিন। এরপর জেলেনস্কি জানান, তিনি নিজে সেখানে যাবেন এবং রাশিয়ার প্রেসিডেন্টেও সেখানে যাবেন বলে প্রত্যাশা করছেন।

শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ইউক্রেনে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। তারপরই পুতিন এই প্রস্তাব দেয়। রোববার ট্রাম্প ইউক্রেনকে প্রস্তাব গ্রহণের আহ্বান জানানোর পর জেলেনস্কি নিজে সেখানে যাবার কথা জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি,...

ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৫ মিনিটে একটি ছোট আকারের উড়োজাহাজ হাইওয়েতে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। ড্যাশক্যামে ধরা...

Related Articles

হাদী গুলিবিদ্ধের ঘটনা: শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে দেশের সীমান্ত...

বিজয় দিবসে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক নবযাত্রা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর...

গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি, রাষ্ট্র বহন করবে চিকিৎসা ব্যয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে...

মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের বিজয় দিবসের জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর)...