ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা থেকে তিন ইসরায়েলি বন্দিকে শনিবার মুক্তি দিতে যাচ্ছে, যা চলমান যুদ্ধবিরতির অধীনে পঞ্চম দফার বন্দি বিনিময় প্রক্রিয়ার অংশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় নিশ্চিত করেছে যে ওহাদ বেন অমি (৫৬), এলি শারাবি (৫২) এবং ওর লেভি (৩৪) মুক্তি পাচ্ছেন, যাদের ৪৯১ দিন ধরে বন্দি রাখা হয়েছিল। বিনিময়ে বেশ কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।
হামাসের যোদ্ধারা গাজার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে বন্দিদের হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে,। অন্যদিকে ইসরায়েলের তেল আবিবের হোস্টেজ স্কয়ারে মুক্তির অপেক্ষায় জনতা জড়ো হয়েছে। ওহাদ বেন অমি ও এলি শারাবিকে ২০২৩ সালের ৭ অক্টোবর কিবুটজ বিয়ারি এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। ওহাদের স্ত্রীকে আগের এক বন্দিবিনিময়ে মুক্তি দেওয়া হয়, কিন্তু শারাবির স্ত্রী ও কন্যাদের সেদিনই হত্যা করা হয়। ওর লেভি একই দিনে নোভা মিউজিক ফেস্টিভাল থেকে অপহৃত হন, যেখানে তার স্ত্রী নিহত হন।
চলমান যুদ্ধবিরতি চুক্তির অধীনে, জানুয়ারির ১৯ তারিখ থেকে হামাস ও তার মিত্ররা ১৮ জন বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে পাঁচজন থাই নাগরিকও রয়েছে। বিনিময়ে ইসরায়েল ৫৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে কয়েকজন শিশু ও আজীবন দণ্ডপ্রাপ্ত বন্দিও ছিল। শনিবার হামাস আশা করছে, ইসরায়েল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যার মধ্যে ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে। তবে ইসরায়েল এখনো মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের সংখ্যা ও নামের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
Leave a comment