Home ধর্ম ও জীবন ইসলাম তিনটি গরুই বিক্রি হলো, কিন্তু বাবাকে আর ফিরে পাবে না আরিফুল
ইসলামজাতীয়দিবসদুর্ঘটনাধর্ম ও জীবন

তিনটি গরুই বিক্রি হলো, কিন্তু বাবাকে আর ফিরে পাবে না আরিফুল

Share
Share

কোহিনূর শেখ ঢাকা আসছিলেন গরুর সঙ্গে ট্রাকের ওপরে বসে। আর চালকের পাশে ছিল ছেলে আরিফুল। ঢাকার মোহাম্মদপুরের বছিলা পশুর হাটে গরু তিনটি বিক্রি করে একসঙ্গে বাড়ি চলে যাবেন বলে কথা ছিল । রাত একটার দিকে গাড়ি দাঁড়ানো ছিল টাঙ্গাইলে। এ সময় পেছন থেকে একটি সবজির ট্রাক এসে ধাক্কা দেয় ট্রাকে। কোহিনূর শেখের কাঁধে আঘাত লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি ।

এরপর রাজশাহীতে বাবার লাশ দাফন করে আবার ঢাকায় কোরবানির গরু বিক্রি করতে যান আরিফুল । বৃহস্পতিবার তার তিনটি গরুই বিক্রি হয়েছে। কিন্তু বাবা কি আর ফিরবে তার জীবনে?

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর পলাশী ফতেপুরে আরিফুলের বাড়ি । গত শনিবার গরু নিয়ে ঢাকায় আসার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন তার বাবা কোহিনূর শেখ (৫৭) ।

আরিফুল ইসলাম বলেন, ইচ্ছা ছিল একসঙ্গে গরু বিক্রি করে বাড়িতে যাব। কিন্তু কী থেকে কী হয়ে গেল। আব্বাকে হারালাম। গরু বিক্রি হলো, টাকা পেলাম। কিন্তু আব্বাকে আর পাব না। তিনটি গরুই বিক্রি হয়েছে। আজ( বৃহস্পতিবার) বিকেল সাড়ে চারটার দিকে ১ লাখ ৮০ হাজার টাকায় শেষ গরুটি বিক্রি হয়েছে। দুপুরের আগে ২ লাখ ৬৫ হাজার টাকায় দুটি গরু বিক্রি হয়। কিন্তু গরু বিক্রি করতে এসে আব্বাকে হারালাম। বছর বছর গরু পালন করে বিক্রি করতে পারব। কিন্তু আব্বাকে তো আর পাব না।

আরিফুল ইসলাম আরো বলেন, ১ জুন রাত সোয়া ১টার দিকে আমাদের ট্রাকটি থামানো হয়েছিল মির্জাপুর থানার দেওহাটা এলাকায় । এ সময় একটি সবজিবোঝাই ট্রাক এসে ধাক্কা দেয়। এতে আব্বা গুরুতর আহত হন । আমি গাড়ি থেকে লাফ দিয়ে নামলাম। এক ড্রাইভারের থেকে হাতের ইশারায় পানি চাইলাম। আব্বার মাথায় পানি দিলাম। ডাক পারলাম, আব্বা কথা কন। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বলেন তিনি মারা গেছেন। আব্বা এমনি করে চলে গেল।

কোহিনুরের মেয়ে আমেনা খাতুন বলেন, গত ৩১ মে রাতে আব্বার সঙ্গে কথা হয়েছিল। ফোনে আব্বা আমাকে বলেছিল ‘যমুনা সেতু পার হয়েছি, মা।’ তার এক ঘণ্টা পরে দুর্ঘটনার খবর আসে। পরে আমি ও আমার স্বামী আব্বার লাশ বাড়িতে নিয়ে আসি। আমেনা খাতুন বলেন, আমার বাপ একাই ছিল। আমার কোনো চাচা নেই। আরিফুলও একা হয়ে গেল। আমাদের আর কোনো অভিভাবক নেই।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার তঞ্জু মোল্লাহ এ বিষয়ে বলেন, কোহিনূর শেখ নদীতে মাছ ধরা ও কৃষি কাজ করেন। এছাড়া বাড়িতে গরু পালন করেন। দীর্ঘদিন থেকে তিনি ঢাকা গরু বিক্রি করতে নিয়ে যান। কয়েকদিন আগে গরু নিয়ে গিয়ে দুর্ঘটনায় মারা যান কোহিনূর। মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক ৫টি স্বাস্থ্যকর খাবার

স্ট্রোক এমন একটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যা একবার হলে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে বা রক্ত...

ফের যেকোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে : ইরান

ইরান আবারও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সোমবার (১৮ আগস্ট) বলেন, “যেকোনো মুহূর্তে ইসরায়েলের...

Related Articles

মৃত্যুবার্ষিকীতে তারকাদের স্মরণে নায়করাজ রাজ্জাক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও দর্শকদের হৃদয়ের নায়ক আব্দুর রাজ্জাক। সবার কাছে...

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৩১১

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনও নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে,...

ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৬৫ নেতার অব্যাহতি

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে দায়ের করা মামলায়, তদন্ত শেষে...

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, দুইজন আটক

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া এক কিশোরের অর্ধগলিত মরদেহ...