Home জাতীয় অপরাধ তারাবির নামাজের ভুল ধরায় ইমামকে মারধর
অপরাধ

তারাবির নামাজের ভুল ধরায় ইমামকে মারধর

Share
Share

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তারাবির নামাজের সময় ভুল ধরাকে কেন্দ্র করে এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এতে ইমামের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী পশ্চিমপাড়া গ্রামের বায়তুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, তারাবির নামাজের সময় এক হাফেজ কিরাতে ভুল করলে তাৎক্ষণিকভাবে তা সংশোধন করা হয়। নামাজ শেষে মসজিদের ইমাম মো. আবদুল্লাহ মোনাজাত করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন স্থানীয় মুসল্লি মোহাম্মদ তালহা মাইকে কিছু বলার জন্য সামনে এগিয়ে যান এবং ইমামের কাছ থেকে মাইক্রোফোন চান। ইমাম তা দিতে অস্বীকৃতি জানালে তালহা ক্ষিপ্ত হয়ে তাঁকে থাপ্পড় ও ঘুষি মারেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তালহা মসজিদে থাকা কাঠের বাটাম নিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে ইমামসহ পাঁচজন আহত হন। স্থানীয় মুসল্লিরা ইমামসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ইমাম আবদুল্লাহকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের চিকিৎসক শিমুল তালুকদার জানান, এক্স-রে রিপোর্টে দেখা গেছে, ইমামের বাঁ পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় মুসল্লিদের দাবি, অভিযুক্ত তালহা নিজেও একজন হাফেজ। তিনি ওই মসজিদের ইমাম হতে চেয়েছিলেন, কিন্তু স্থানীয়রা তাঁকে ইমাম হিসেবে গ্রহণ করেননি। এ নিয়ে ক্ষোভ থেকে তিনি মসজিদের ইমামকে মারধর করেন।
ঘটনার পর পুলিশ রাতেই অভিযুক্ত তালহাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় মুরব্বিদের অনুরোধে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) রূপ কর জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেওয়া হয়েছে, তাই লিখিত মুচলেকার পর তালহাকে ছেড়ে দেওয়া হয়।
ইমাম আবদুল্লাহ জানান, তিনি এ ধরনের ঘটনার মুখোমুখি হবেন, তা কল্পনাও করেননি। তবে স্থানীয় মুরব্বিরা বিচার করার প্রতিশ্রুতি দেওয়ায় তিনি থানায় কোনো অভিযোগ করেননি।
এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন অনেকেই।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদি আরবে কেন নারী গৃহকর্মীরা লাশ হয়ে ফিরছেন

কেনিয়ার রাজধানী নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দলবেঁধে দেখা যায় নারী শ্রমিকদের। তাঁরা সৌদি আরবে গৃহকর্মীর কাজে যাচ্ছেন, ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বপ্ন নিয়ে। তবে...

সোনার কমোড চুরির দায়ে চক্রের সদস্যরা দোষী সাব্যস্ত

ইংল্যান্ডের ব্লেনহেইম প্রাসাদে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী থেকে ৪৮ লাখ পাউন্ড মূল্যের সোনার কমোড চুরির ঘটনায় একটি চক্রের সদস্যদের দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৯...

Related Articles

তিন ঘণ্টায় ধর্ষণের শিকার পাঁচজন ভর্তি ঢামেকের ওসিসিতে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আজ তিন ঘণ্টার মধ্যে...

রেলে লুটপাটের প্রধান সেনাপতি আলমগীর

শেখ হাসিনা সরকারের আমলে স্থানীয় ঠিকাদারদের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে সর্বোচ্চ পরিমাণ টাকার...

ব্যাংক লুটে এস আলমের সহযোগী নাবিল গ্রুপ, নেপথ্যে জামায়াত?

বাংলাদেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন অর্থ কেলেঙ্কারির ঘটনাগুলোর মধ্যে অন্যতম হলো ইসলামী ব্যাংকের...

অপরাধ বাড়বে ধ’র্ষণ ও স’হিংসতার ঘটনায় শাস্তি না হলে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম (জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক)   বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও...