তানজানিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। দেশটির কর্তৃপক্ষ রোববার (৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ প্রধান বেঞ্জামিন কুজাগা জানিয়েছেন, শনিবার (৭ জুন) গভীর রাতে জাম্বিয়া সীমান্তবর্তী ইওয়াম্বি পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। খাড়া রাস্তা দিয়ে নামার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি মিনিবাসকে, ফলে মিনিবাসটি নিচে পড়ে একটি নদীতে ডুবে যায়। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে বলে কুজাগা জানান। তিনি লরিচালকের অবহেলাকেই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন ।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এক্স (সাবেক টুইটার)-এর এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ” আমি অত্যন্ত শোকাহত, এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে।”
তানজানিয়ায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে দেশটিতে সরকারি হিসাবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ৩,২৫৬ জন। তবে ধারণা করা হয় প্রকৃত মৃত্যুসংখ্যা ১৩,০০০ থেকে ১৯,০০০-এর মধ্যে হতে পারে।
এর আগে উত্তর তানজানিয়ায় ২০২৪ সালে আরো একটি বড় দুর্ঘটনায় একজন আমেরিকান, একজন দক্ষিণ আফ্রিকান ও একজন কেনিয়ান নাগরিকসহ মৃত্যু হয় অন্তত ২৫ জনের।
সূত্র: এএফপি
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment