Home খেলাধুলা ক্রিকেট তাওহিদ হৃদয়ের শাস্তির খাতায় যোগ হলো আরেক অধ্যায়
ক্রিকেটখেলা

তাওহিদ হৃদয়ের শাস্তির খাতায় যোগ হলো আরেক অধ্যায়

Share
Share

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও শাস্তির কবলে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। আজ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে নিজের আউটের পর বিরক্তি প্রকাশ করায় হৃদয় এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানার শাস্তি পেয়েছেন। ম্যাচের ৫৪ বল খেলে ৩৭ রান করার পর শর্ট থার্ডম্যান অঞ্চলে ক্যাচ তুলে দেন তিনি। মাঠ ছাড়ার সময় ক্ষোভ প্রকাশ করে কিছু বলায় আম্পায়ারের নজরে পড়েন হৃদয়।

এ ঘটনার জন্য ম্যাচ শেষে তাঁকে শুনানিতে ডাকা হলেও তিনি উপস্থিত হননি। এরপর ম্যাচ রেফারি আখতার আহমেদ তাঁকে লেভেল-১ শাস্তির আওতায় আনেন। নিয়ম অনুযায়ী, এই পর্যায়ের শাস্তির বিরুদ্ধে কোনো আপিলের সুযোগ নেই।

তাওহিদ হৃদয়ের বিতর্ক নতুন নয়। এর আগে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। পরে সংবাদমাধ্যমে ‘মুখ খুলবেন’ বলে হুমকি দেওয়ায় তাঁর নিষেধাজ্ঞা আরও এক ম্যাচ বাড়ানো হয়। এই দুই দফা শাস্তি নিয়ে লিগে কম নাটক হয়নি। এখন নতুন করে ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় আগের সাত পয়েন্টের সঙ্গে সংখ্যা বেড়ে দাঁড়াল আটে। নিয়ম অনুযায়ী, আট ডিমেরিট পয়েন্ট হলে কমপক্ষে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে প্রিমিয়ার লিগে মোহামেডানের আর মাত্র একটি ম্যাচ বাকি — সুপার লিগের শেষ রাউন্ডে, যেখানে আগামী মঙ্গলবার আবাহনীর বিপক্ষে ‘অঘোষিত ফাইনাল’ খেলবে তারা। হৃদয়ের নতুন নিষেধাজ্ঞা এ ম্যাচের ওপর প্রভাব ফেলবে কি না, তা জানতে যোগাযোগ করা হলে টেকনিক্যাল কমিটির প্রধান নাজমূল আবেদীন কোনো সাড়া দেননি।

সাম্প্রতিক এই শাস্তির পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বারবার হৃদয়ের আচরণ কেন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মতে, মাঠে আবেগ প্রকাশের জন্য শাস্তির ধরন ও মাত্রা পুনর্বিবেচনা করা উচিত। তবে আপাতত মোহামেডান শিবিরের সবচেয়ে বড় চিন্তা — সুপার লিগের শেষ ম্যাচে হৃদয়কে পাওয়া যাবে কি না।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি...

পারমাণবিক বৈঠকের খবর অস্বীকার করলেন খাজা আসিফ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার দুপুরে সাফ জানিয়ে দিয়েছেন, পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনো জরুরি বৈঠক হয়নি...

Related Articles

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

হামজা চৌধুরীর জন্য মৌসুমের শুরুটা ভালো ছিল না । লেস্টার সিটির মূল...

ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কাশ্মীরে...

নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলে লজ্জাজনক ভাবে হারল ভারত

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ওমানের মাসকাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী লড়াই—বিচ হ্যান্ডবলে...

ভারতের মাঠে বাংলাদেশের যুবাদের ড্র

সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও তা ধরে...