ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নপত্রে এলোমেলো অবস্থা দেখা গেছে। একই সেটের বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ক্রমভেঙে গেছে, আবার চারটি প্রশ্ন দুইবার পুনরাবৃত্তি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ‘হিউম্যান এরর’ বলে দাবি করেছে এবং বলেছে, এ ধরনের ভুল অল্পসংখ্যক প্রশ্নপত্রে হয়েছে। শনিবার পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থীর প্রশ্নপত্রে এমন ভুল ধরা পড়ে।
‘গ’ ইউনিটের পরীক্ষায় দুটি সেট (সেট ‘এ’ ও সেট ‘বি’) ব্যবহার করা হয়। একই সেটের কিছু প্রশ্নপত্রে অন্য সেটের ক্রম দেখা গেছে। যেমন, সেট ‘এ’র কিছু প্রশ্নপত্রে সেট ‘বি’র ক্রম এবং সেট ‘বি’র কিছু প্রশ্নপত্রে সেট ‘এ’র ক্রম অনুযায়ী প্রশ্ন ছাপা হয়েছে। এতে চারটি প্রশ্ন দুইবার পুনরাবৃত্তি হয়েছে।
এমসিকিউ অংশের মূল্যায়ন কম্পিউটারের মাধ্যমে করা হয়। কম্পিউটার একটি সেটের জন্য একটি নির্দিষ্ট উত্তরপত্র অনুযায়ী নম্বর দেয়। কিন্তু একই সেটের প্রশ্নের ক্রম ভিন্ন হলে তা কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বলেন, এটি একটি ছাপার ভুল। কিছু প্রশ্নপত্রে সেট ‘এ’ ও ‘বি’র পৃষ্ঠা গুলিয়ে গেছে। তবে এ ধরনের ভুল অল্পসংখ্যক প্রশ্নপত্রে হয়েছে। তিনি আরও বলেন, ভুলগুলো শনাক্ত করে সংশোধন করা হচ্ছে এবং কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।
তিনি জানান, যেসব কেন্দ্রে এমন ভুল ধরা পড়েছে, সেখানে আলাদাভাবে রিডিং করা হচ্ছে এবং সঠিক প্যাটার্ন অনুযায়ী ফলাফল তৈরি করা হবে।
Leave a comment