Home শিক্ষা ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, কর্তৃপক্ষ বলছে ‘হিউম্যান এরর’
শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, কর্তৃপক্ষ বলছে ‘হিউম্যান এরর’

Share
Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কিছু প্রশ্নপত্রে এলোমেলো অবস্থা দেখা গেছে। একই সেটের বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) ক্রমভেঙে গেছে, আবার চারটি প্রশ্ন দুইবার পুনরাবৃত্তি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে ‘হিউম্যান এরর’ বলে দাবি করেছে এবং বলেছে, এ ধরনের ভুল অল্পসংখ্যক প্রশ্নপত্রে হয়েছে। শনিবার পরীক্ষা শেষে কিছু পরীক্ষার্থীর প্রশ্নপত্রে এমন ভুল ধরা পড়ে।
‘গ’ ইউনিটের পরীক্ষায় দুটি সেট (সেট ‘এ’ ও সেট ‘বি’) ব্যবহার করা হয়। একই সেটের কিছু প্রশ্নপত্রে অন্য সেটের ক্রম দেখা গেছে। যেমন, সেট ‘এ’র কিছু প্রশ্নপত্রে সেট ‘বি’র ক্রম এবং সেট ‘বি’র কিছু প্রশ্নপত্রে সেট ‘এ’র ক্রম অনুযায়ী প্রশ্ন ছাপা হয়েছে। এতে চারটি প্রশ্ন দুইবার পুনরাবৃত্তি হয়েছে।
এমসিকিউ অংশের মূল্যায়ন কম্পিউটারের মাধ্যমে করা হয়। কম্পিউটার একটি সেটের জন্য একটি নির্দিষ্ট উত্তরপত্র অনুযায়ী নম্বর দেয়। কিন্তু একই সেটের প্রশ্নের ক্রম ভিন্ন হলে তা কীভাবে মূল্যায়ন করা হবে, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম বলেন, এটি একটি ছাপার ভুল। কিছু প্রশ্নপত্রে সেট ‘এ’ ও ‘বি’র পৃষ্ঠা গুলিয়ে গেছে। তবে এ ধরনের ভুল অল্পসংখ্যক প্রশ্নপত্রে হয়েছে। তিনি আরও বলেন, ভুলগুলো শনাক্ত করে সংশোধন করা হচ্ছে এবং কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না।
তিনি জানান, যেসব কেন্দ্রে এমন ভুল ধরা পড়েছে, সেখানে আলাদাভাবে রিডিং করা হচ্ছে এবং সঠিক প্যাটার্ন অনুযায়ী ফলাফল তৈরি করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা, হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেন

কুমিল্লার বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসী বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে দুই লাখ টাকা চুক্তিতে খুন করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত...

গাইবান্ধায় অস্ত্র-মাদকসহ আটক হয়েছে ৪ জন

সেনাবাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও ল্যাপটপসহ আটক করেছে ৪ জন শীর্ষ সন্ত্রাসীকে।  গোবিন্দগঞ্জ শহরের হীরকপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টা...

Related Articles

আজ পরীক্ষায় অংশ নিয়েছেন সেই আনিসা

মায়ের অসুস্থতার জন্য প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা আনিসা আরিফা আজ এইচএসসির বাংলা...

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বাবা-মেয়ে

শিক্ষার যে কোন বয়স নেই তাই প্রমাণ করলেন নাটোরের লালপুরের ৪০ বছর...

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা

আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের লিখিত পরীক্ষার মাধ্যমে উচ্চমাধ্যমিক...

কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুন) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি...