Home Uncategorized ঢাকা থেকে ছেড়েছে ১৪ ট্রেন, নেই শিডিউল বিপর্যয়
Uncategorized

ঢাকা থেকে ছেড়েছে ১৪ ট্রেন, নেই শিডিউল বিপর্যয়

Share
Share

আজ স্টেশনেও ছিলো না তেমন ভিড় ট্রেনে উঠতে চিরচারিত সেই হুড়োহুড়ি, ঠেলাঠেলিও নেই। পাশাপাশি ছাদে চড়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণের চিত্রও চোখে পড়েনি । রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সারাদেশে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে ট্রেন।

রোববার (৩০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা যায়।

এদিন ঢাকা থেকে সারাদেশে গন্তব্যের উদ্দেশে ১৪টি ট্রেন ছেড়ে গেলেও সেগুলোর কোনোটাতেই নেই শিডিউল বিপর্যয়।

রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা বলেন, ঈদে সবসময় ট্রেনেই যাতায়াত করা হয়। আগে কখনো কমলাপুর স্টেশনে এত সুশৃঙ্খল পরিস্থিতি দেখিনি। পৌনে ৯টায় স্টেশনে এসেছি। এসেই প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়ানো পেয়েছি। ব্যাগ-পত্র নিয়ে উঠে বসলাম। এখন দেখছি ট্রেন ছেড়ে দিচ্ছে। একেবারে জাস্ট টাইম।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ঈদযাত্রার সপ্তম দিনে রোববার সকাল থেকে নির্ধারিত সময়ে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। আন্তঃনগর ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই। এমনকি কমিউটার ও লোকাল ট্রেনগুলোও যথাসময়ে ছেড়ে যাচ্ছে। শুধু কর্ণফুলী কমিউটার ট্রেনটি ১১ মিনিট দেরিতে ছেড়েছে আজ।

শাহাদাত হোসেন বলেন ( কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার ) গত কয়েকদিনের মতো আজও স্বস্তিতে যাত্রা করছে ঘরমুখো যাত্রীরা। সকাল ৯টা পর্যন্ত ঢাকা থেকে সারাদেশে গন্তব্যের উদ্দেশে ১৪টি ট্রেন ছেড়ে গেছে। সেগুলোর কোনোটাতেই শিডিউল বিপর্যয় ছিলো না।

সকাল সাড়ে ৯টায় দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, পৌনে ১০টায় তিতাস কমিউটার, ১০টায় জামালপুর এক্সপ্রেস, সোয়া ১০টায় একতা এক্সপ্রেস এবং সাড়ে ১০টায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে ,স্টেশন মাস্টারের দেওয়া তথ্যমতে ।

সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো হলো- ধূমকেতু, পর্যটক, পারাবত, নীলসাগর, সোনার বাংলা, তিস্তা, মহানগর প্রভাতী, মিঠাপুকুর প্রভাতী, সুন্দরবন, মহুয়া, বুড়িমারী, কর্ণফুলী, রংপুর এক্সপ্রেস ও তিতাস কমিউটার। উল্লেখ্য, আজ সকাল থেকে রাত ১২টা পর্যন্ত কমলাপুর থেকে মোট ৫১টি ট্রেন সারাদেশে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে- নেতানিয়াহু

ইসরায়েলের ওপর সম্ভাব্য যেকোনো হামলার ক্ষেত্রে ইরানকে “নজিরবিহীন পরিণতির” মুখোমুখি হতে হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৯ জানুয়ারি) ইসরায়েলি...

দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণে তিন দিনের আল্টিমেটাম ইরানের

সরকারবিরোধী সহিংস বিক্ষোভে জড়িত নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে...

Related Articles

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে নিহত ১১

যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হওয়া ভয়াবহ তুষারঝড়, বরফশীতল বৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহ দেশটির জনজীবনকে...

‘স্যার’ নয়, ‘ভাইয়া’ বললেই ভালো লাগে: তারেক রহমান

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান...

ডাকসুর কনসার্টে ফ্রি সিগারেট বিতরণে তোলপাড়

শীতার্ত মানুষের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে বিনামূল্যে সিগারেট বিতরণের ঘটনায় ঢাকা...

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৫

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি ব্যস্ত শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন...