সিলেট থেকে ছয় দিন আগে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানা টিম অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া শিশুদের নাম—তানিম আহমেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,“সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পাঠানো একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের সূত্র ধরে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে নিখোঁজ চার শিশুকে উদ্ধার করা হয়।” পুলিশ জানায়, শিশুদের প্রাথমিকভাবে নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করার পর তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে , যাতে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুরা জানিয়েছে, তারা সবাই সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় আসে। ঢাকায় এসে তারা পথ হারিয়ে ফেলে এবং কোথায় যাবে বুঝতে না পেরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। পরবর্তীতে জীবিকার তাগিদে তারা শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেলে আশ্রয় নেয় এবং ‘হোটেল বয়’ হিসেবে কাজ শুরু করে।
পুলিশের এক কর্মকর্তা জানান,“শিশুরা খুব ভীত ছিল। তবে তাদের শারীরিক অবস্থা ভালো আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, কীভাবে এই চার শিশু সিলেট থেকে ঢাকায় এল, কেন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হলো, এবং কারও প্ররোচনায় এসেছে কিনা—সেসব বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন,“আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে তদন্তে দেখা হচ্ছে, এই ঘটনায় কোনো মানবপাচার চক্র বা দালাল জড়িত ছিল কি না।”
শিশুদের পরিবার সিলেটে সন্তানদের নিখোঁজ হওয়ার পর থেকেই দিশেহারা হয়ে পড়েছিল। স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিষয়টি পুলিশ সদর দফতরের নজরে আসে। ঢাকায় উদ্ধার হওয়ার খবর পেয়ে তাদের পরিবার এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তানিমের মা এক প্রতিক্রিয়ায় বলেন,“ছয় দিন ধরে শুধু কাঁদছি। ভেবেছিলাম আর হয়তো ছেলেকে দেখতে পাব না। আল্লাহর রহমতে ও পুলিশের তৎপরতায় ওদের পাওয়া গেছে—এই আনন্দ ভাষায় বোঝাতে পারব না।”
শিশু অধিকার বিষয়ক সংগঠনগুলোর দাবি,“নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে দ্রুত পদক্ষেপ ও আন্তঃজেলা সমন্বয়ই সবচেয়ে জরুরি। প্রতিটি থানায় নিখোঁজ শিশুর তথ্য বিনিময়ের একটি কার্যকর ব্যবস্থা থাকা দরকার।”
Leave a comment