রাজধানী ঢাকায় এক যুবক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ১২ হাজার টাকা হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ঢাকার শিল্পকলা একাডেমির সামনে।
ভুক্তভোগী হোসাইন ইসলাম লিমন (২৩) নামের এই যুবক সেগুনবাগিচার ‘মা টেলিকম’ নামের একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। দোকানটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস), ফ্লেক্সিলোডসহ নানা ধরনের মোবাইল ব্যবসার সাথে জড়িত।
লিমনের বন্ধু শরিফ উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে লিমন শিল্পকলা একাডেমির সামনে দিয়ে হাঁটছিলেন। ঠিক তখনই এক নারী হঠাৎ কান্নাকাটি করে তাঁর কাছে এসে জরুরি একটি ফোনকল করার অনুরোধ করেন। সহানুভূতিশীল হয়ে লিমন নিজের মোবাইল ফোনটি হাতে দেন।
কিন্তু মোবাইল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লিমনের মাথা ঘোরানো শুরু হয় এবং এরপর কী ঘটেছিল, তা আর তিনি মনে করতে পারেননি। কিছুটা চেতনা ফিরে পেয়ে কোনোমতে তিনি নিজ বাসায়—তোপখানা রোডের একটি মেসে—ফিরে যান।
পরে তাঁর বন্ধু শরিফ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান, যেখানে লিমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লিমনের চেতনা ফিরে এলে তাঁকে তাঁর বন্ধুরা বাসায় নিয়ে যান।
লিমনের ভাষ্যমতে, ঘটনার সময় তাঁর সঙ্গে ১ লাখ ১২ হাজার টাকা ছিল, যা অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে।
এই ঘটনার পর অনেকেই আবার নতুন করে সাবধান হওয়ার কথা বলছেন, বিশেষ করে অপরিচিত কেউ মোবাইল চাইলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a comment