যুক্তরাজ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশত্যাগের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লন্ডন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, ট্রাম্প অবস্থানকালে স্বীকৃতি প্রদানের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে প্রকাশ্য মন্তব্য করতে পারে এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টান সৃষ্টি হতে পারে।
স্টারমার আরও জানিয়েছিলেন, ইসরায়েল যদি গাজায় মানবিক সহায়তা প্রদান এবং দুই রাষ্ট্রের ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ায় সম্মতি না দেয়, তবে জাতিসংঘের সম্মেলনে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন। ইতোমধ্যেই ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।
জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Leave a comment