শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। এমন অবস্থায় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন।
বুধবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, তার দাবি, সব কিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই ট্রাম্প সরকার প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ।
সংবাদমাধ্যম বলছে, চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে স্থানীয় মঙ্গলবার প্রথমবারের জন্য জনসমক্ষে আসেন জো বাইডেন।
এদিন শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন।
এসময় তিনি দাবি করেন আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেইসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ট্রাম্প ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে যা করছেন তাকে মোটেই ইতিবাচক বলা যায় না। ট্রাম্পের শাসনকালে আমেরিকায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন।
সাবেক মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘১০০ দিনেরও কম সময়ের মধ্যে, এই নতুন প্রশাসন এতো ক্ষতি করেছে এবং এতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে করেছে যে— একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে।’
বাইডেন বলেন, ‘আমরা এতো বিভক্ত জাতি হিসেবে চলতে পারি না।
Leave a comment