মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস জ্ঞান নিয়ে প্রশ্ন তোলার জেরে যুক্তরাজ্যে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ফিল গফকে বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার সঙ্গে ১৯৩৮ সালের মিউনিখ চুক্তির তুলনা করেন। ওই চুক্তির ফলে তৎকালীন জার্মান স্বৈরশাসক এডলফ হিটলার চেকস্লোভাকিয়ার কিছু অংশ দখল করার সুযোগ পান।
ফিল গফ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আবক্ষ মূর্তি ফিরিয়ে এনেছেন, তবে “তিনি সত্যিই ইতিহাস বোঝেন কি না”—এই প্রশ্ন তোলেন।
এই মন্তব্যের পরই তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড সরকার। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস বলেছেন, গফের এই মন্তব্য ‘অত্যন্ত অস্বস্তিকর’ এবং তার কূটনৈতিক অবস্থান দুর্বল করেছে।
সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিত করে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
Leave a comment