যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাইটাউনে ভয়াবহ দুর্ঘটনায় মারা গেছেন এক ব্যক্তি, যখন তাঁর চালানো সাইবারট্রাকটি আগুনে পুড়ে যায় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তিনি গাড়ির দরজা খুলে বের হতে পারেননি। এই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবার টেসলার বিরুদ্ধে ১০ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সাইবারট্রাকের নকশায় গুরুতর ত্রুটি রয়েছে, কারণ বৈদ্যুতিক ব্যর্থতার পর গাড়ির দরজা খোলা সম্ভব নয়।
পরিবারের দাবি, দুর্ঘটনার সময় দরজা আটকে যাওয়ায় আগুনের লেলিহান শিখায় পুড়ে মারা যান ভেতরে থাকা ব্যক্তি। তাঁরা বলছেন, টেসলা গাড়ির ব্যবহারকারীদের এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় কোনো পর্যাপ্ত নির্দেশনা বা প্রশিক্ষণ দেয়নি। শুধু তাই নয়, মামলা অনুযায়ী টেসলা গোপন রেখেছে গাড়ির সম্ভাব্য বিপজ্জনক সীমাবদ্ধতা।
এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সাইবারট্রাক সংক্রান্ত একাধিক দুর্ঘটনা ইতিমধ্যেই গাড়িটির নকশা ও মেরামতযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও বৈদ্যুতিক যানবাহনগুলো প্রচলিত নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, তবুও অনেক ব্যবহারকারী নিজ উদ্যোগে বিকল্প ‘ইমার্জেন্সি এস্কেপ সিস্টেম’ লাগাচ্ছেন সুরক্ষার জন্য। প্রযুক্তিনির্ভর ব্যবস্থার কারণে বিপদের সময় এমন ব্যর্থতা প্রাণঘাতী হয়ে উঠছে, আর সেটাই এখন আদালতের কাঠগড়ায় তুলে দিয়েছেন এক শোকাহত পরিবার।
Leave a comment