ভারত হঠাৎ ‘ঝিলাম’ নদীর পানি ছেড়ে দিয়েছে । এতে পাকিস্তানের কাশ্মীরের একাংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে
এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ঝিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।
এই উত্তেজনার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে ভারত, বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের ‘সিন্ধু নদ পানি চুক্তি’ স্থগিত করে। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে দেশটির জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
Leave a comment