Home আন্তর্জাতিক ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা
আন্তর্জাতিকরাজনীতি

ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মীরে বন্যা

Share
Share

ভারত হঠাৎ ‘ঝিলাম’ নদীর পানি ছেড়ে দিয়েছে । এতে পাকিস্তানের কাশ্মীরের একাংশ মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে

এক সংক্ষিপ্ত বিবৃতিতে মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্র জানিয়েছে, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝিলাম ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী। পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্ত স্থগিত করেছে নয়াদিল্লি। দেশটি হুমকি দিয়েছে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেওয়া হবে না। অপরদিকে পাকিস্তান বলেছে, সিন্ধুর প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের কর্মকান্ড হিসেবে বিবেচনা করবে। আর সেই অনুযায়ী (সামরিক) ব্যবস্থা নেওয়া হবে।

এই উত্তেজনার মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো সিন্ধু নদের পানি নিয়ে ভারতকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে।

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে ভারত, বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের ‘সিন্ধু নদ পানি চুক্তি’ স্থগিত করে। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই। তবে দেশটির জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিকশাচালক দুলালের জীবনচাকা নীরবেই থেমে গেল!

রিকশাচালক মোহাম্মদ দুলাল সরকারের বয়স পঁয়ষট্টির ওপরে। বয়সের ভারে ভেঙে পড়েছে জীর্ণশীর্ণ শরীর। তবু তিনি পেটের দায়ে রিকশা চালিয়ে নিজের ও পরিবারের সদস্যদের...

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩ যাত্রী

ইন্দোনেশিয়ার বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়াতে নিখোঁজ রয়েছেন ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রীর মধ্যে ৪৩ জন। নিখোঁজদের উদ্ধার করতে উত্তাল সমুদ্রে...

Related Articles

তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই)...

ভারতকে রুখতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস...

৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৩ শতাধিক ফিলিস্তিনি

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ৪৮ ঘণ্টায়...

করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত হয়েছে ৫ জন

পাকিস্তানের করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত...