কিংবদন্তি জেমসকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তার প্রথম স্ত্রী, চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথি।দীর্ঘদিন নীরব থাকার পর এবার সন্তানদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। রথির অভিযোগ, জেমস তাদের সন্তানদের কোনো খোঁজ রাখেন না, এমনকি উৎসবের দিনগুলোতেও তাদের খবর নেন না।
১৯৯১ সালের ১৭ নভেম্বর নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস ভালোবেসে বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা কানিজ রাবেয়া রথিকে ।
২০০৩ সালে সেই সংসার ভাঙে। তবে বিচ্ছেদের আগেই তাদের ঘর আলো করে জন্ম নেয় দুই সন্তান। বর্তমানে দুই সন্তানকে নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করছেন রথি।
তিনি বলেন, “ প্রথমে সন্তানদের সঙ্গে হঠাৎ হঠাৎ মন চাইলে সে ফোন করতো। এরপর আর কোনো যোগাযোগ নেই। অনেক আগে হাই হ্যালো হতো, এখন তাও হয় না। ইদের মতো উৎসবে যেমন খবর নেয় না, তেমনি ছেলেমেয়েদের জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানায় না।”
রথি অভিযোগ করেন, “আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালায়।” তবে বাস্তবতা ভিন্ন বলেই ইঙ্গিত দেন তিনি। রথি জানান, বর্তমানে সন্তানদের নিয়েই ভালোভাবে দিন কাটাচ্ছেন সে। তার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিং-এর কাজ করছে এবং মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
নব্বইয়ের দশকে ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতা’-তে প্রথম রানার আপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রথি। সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। তবে বিয়ের পর অভিনয় না করার শর্ত দেন জেমস। স্বামীর কথা মেনে রথি সিনেমা ছেড়ে দেন। কিন্তু ২০০২ সালে রথিকে না জানিয়ে জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। এরপর ২০০৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে দাবি করেন রথি।
রথি ২৭ বছর আগে সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। তবে গেল নয় বছর ধরে মিডিয়া থেকে পুরোপুরি দূরে রয়েছেন এক সময়ের আলোচিত এই চিত্রনায়িকা।
জেমস ও রথির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও এবার রথির প্রকাশ্য বক্তব্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সন্তানদের প্রতি বাবার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে রথির এমন বক্তব্য নিয়ে ইতোমধ্যেই সরব হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
Leave a comment