প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই সনদ চূড়ান্তের পর আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতালি ভিত্তিক গণমাধ্যম রাই নিউজকে এক সাক্ষাৎকারে এমনটি জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বলেন, দেড় দশকের স্বৈরশাসনের পর একটি অবাধ নির্বাচন আয়োজন করা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, ১৫টি কমিশন গঠিত হয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা পর্যন্ত বিভিন্ন খাত সংস্কারের জন্য। তাদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ চূড়ান্ত করা হবে। এরপরই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ড. ইউনূসকে দরিদ্রদের ব্যাংকার ও নিপীড়িতদের পোপ আখ্যা দিয়েছে রাই নিউজ। অধ্যাপক ইউনূস এবং পোপ ফ্রান্সিসের লড়াই একই সূত্রে গাঁথা ছিল বলেও জানায় ইতালির গণমাধ্যমটি।
Leave a comment