আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে সংঘটিত জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই সম্পন্ন হবে। আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপদেষ্টারা শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহায়তায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্মরণসভায় বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। উপস্থিত ছিলেন শহীদ আদিলের মা আয়েশা বেগম।
আসিফ নজরুল বলেন, ১৫ দিনের আন্দোলনে দেশের জনগণ স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে। এ আন্দোলনে শুধু নারায়ণগঞ্জেই ৫৬ জন শহীদ হন, যাদের মধ্যে ২১ জন এখানকার স্থায়ী বাসিন্দা। তাঁদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ এক সাহসী পদক্ষেপ। তিনি আরও বলেন, গণহত্যার বিচার পূর্ণ গতিতে চলছে এবং তাতে কোনো গাফিলতি থাকবে না।
বক্তব্যে তিনি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় এই ঐক্য রক্ষা করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শাসক শোষকে পরিণত হতে না পারে।
অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই আন্দোলনকে জাতির স্মৃতিতে ধারণ করতে হবে। আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে মুজিববাদী শাসনের বিরুদ্ধে মানুষের সংগ্রাম দীর্ঘদিনের, যেখানে বহুজন গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার কাজ চলছে, যা ৫ আগস্ট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, শহীদদের কবর সংরক্ষণের কাজও চলমান এবং সব কাজ ৫ আগস্টের মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, ছাত্র আন্দোলনের নেতা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানের শেষে উপদেষ্টারা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। শহীদ আদিলের মা আয়েশা বেগম এই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান।
Leave a comment