জার্মানির স্টুটগার্টে শতাধিক যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছে তিনজন ও আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম জার্মানির স্টুটগার্টের কাছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে) রিডলিংগেনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যাত্রীর মধ্যে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। রোববার সন্ধ্যায় এই এলাকায় ঝড় হয়েছিল। ঝড়ের পরপরই রিডলিংগেন শহরের কাছে কমপক্ষে দুটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি সিগমারিংগেন ও উলমের পথ ধরে চলছিল। পথটির দূরত্ব ছিল মাত্র ৯০ কিলোমিটার (৫৫ মাইল)।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, দুর্ঘটনার পরও বগিগুলো অক্ষত রয়েছে। তবে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে পাশে গড়িয়ে পড়েছে। এ ঘটনায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস এক এক্স বার্তায় নিহতদের জন্য শোক ও তাদের পরিবারের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা ।
সূত্র: ফ্রান্স ২৪
Leave a comment