গেল ৮ বছর আগে জামাপুর জেলা বিএনপি কমিটি করা হয়েছিল, যা মেয়াদোত্তীর্ণ হয়।
৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৪ টার সময় তৃনামূল বিএনপির আয়োজনে এই বিক্ষোভ সামাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শহরের বকুলতলা চত্বরে জেলা বিএনপির সদস্য, মোশারফ হোসেনের সভাপতিত্বে, তৃনামূল বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিঞ্চ চন্দ্র মন্ডল, সরকারী আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস, জাকির হোসেন, মোহাব্বত হোসেন, শহর যুবদলের আহবায়ক, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহবুবুর রহমান জিলানী, যুব নেতা, আশিক মল্লিক বাবু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি, শাহদত হোসেন সাগর, যুগ্ন সাধারণ সম্পাদক, রানা ম্যানশন, মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময়, বক্তারা বলেন, “আমরা আওয়ামীলীগের শাসন আমলে জেল, জুলুম, হয়রানি ও নির্যাতন সহ্য করেছি। দলে সক্রিয় ছিলাম। “এখন মেয়াদ উত্তীর্ণ কমিটির নেতারা একটি বাড়িতে বসে ‘পকেট কমিটি দিচ্ছে। ‘অবৈধ কমিটি, মানি না, মানব না, ‘ত্যাগীদের বঞ্চনা, চলবে না, চলবে না’- স্লোগান দেন। ৮ বছর আগের জেলা বিএনপি বাতিল করে নতুন জেলা বিএনপির কমিটির দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তমালতলায় গিয়ে মিছিলটি সমাপ্তি করেন।
মেরাজুল ইসলাম রবিন
জামালপুর।
Leave a comment