জামালপুর, ১২ মার্চ ২০২৫: জামালপুর শহরের একটি মসজিদে ইফতার না পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় শহরের কাঁচারিপাড়া এলাকায় আজাদ ডাক্তারের মোড়ের পাশে এক জামে মসজিদে এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, এক ব্যক্তির মৃত্যু উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত লোকজন ইফতার সংকটে পড়লে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়।
এসময় কিছু গণমাধ্যমকর্মী ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। সংঘর্ষের কয়েকটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, “মসজিদে ইফতার ঘাটতির কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
Leave a comment