রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশে এ বার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। ওইদিন যেকোনো ধরনের যানজট বা নিরাপত্তাজনিত জটিলতা এড়াতে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষাকেন্দ্রে আসার ক্ষেত্রে বাড়তি সময় হাতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে, যাতে তারা সময়মতো পরীক্ষায় অংশ নিতে পারেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, সমাবেশ উপলক্ষে আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ফলে পরীক্ষার্থীদের দুর্ভোগের আশঙ্কা এড়াতে আগেভাগে সতর্কতা অবলম্বনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কোন কোন কেন্দ্রে পরীক্ষা রয়েছে এবং কী ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
এদিকে একই স্থানে জামায়াতে ইসলামীর সমাবেশ নিয়ে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সতর্কতা মূলত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার প্রয়াস হিসেবেই দেখা হচ্ছে।
Leave a comment