ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় যাত্রীবাহী একটি আন্তঃপ্রদেশ বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি নিউজ।
জাকার্তা থেকে ইয়োগ্যাকার্তাগামী বাসটি মধ্যরাতের কিছু পর সেমারাং শহরের ক্রাপিয়াক টোল রোডের একটি বাঁকানো এক্সিট র্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দেয়। এরপর বাসটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩৪ জন যাত্রী ছিলেন।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে বেশ কয়েকজন যাত্রী ছিটকে বাইরে পড়ে যান এবং অনেকে বাসের ভেতরে আটকে পড়েন। খবর পাওয়ার প্রায় ৪০ মিনিটের মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ছয়জনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ১০ জনের মৃত্যু হয়।
আহত ১৮ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি ১৩ জন গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। মধ্য জাভা পুলিশের প্রধান রিবুত হারি উইবোওয়ো বলেন, বাসটিতে একজন বিকল্প চালকও ছিলেন। তিনি গুরুতর আহত হলেও কথা বলতে সক্ষম হয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি চালক মাদক বা অন্য কোনো নেশাজাতীয় দ্রব্যের প্রভাবে ছিলেন কি না, তাও পরীক্ষা করা হবে।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, হলুদ রঙের বাসটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। চারপাশে উদ্ধারকর্মী, পুলিশ সদস্য ও স্থানীয় মানুষ জড়ো হয়ে আহতদের উদ্ধার ও মরদেহ সরানোর কাজে সহায়তা করছেন। একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে।
সূত্র: এপি নিউজ
Leave a comment