বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একসময়কার প্রতিভাবান ব্যাটার মোহাম্মদ আশরাফুল। দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
বিসিবির প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন আয়ারল্যান্ড সিরিজেই জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে। এর আগে বিসিবির কয়েকজন কর্মকর্তা বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও, শেষ পর্যন্ত বোর্ড সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। একই সভায় জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। তিনি আয়ারল্যান্ড সিরিজে এই ভূমিকায় দলের সঙ্গে থাকবেন।
বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের ‘বিস্ময় বালক’ আশরাফুলের জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়াকে বিশ্লেষকরা ইতিবাচক ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, তরুণ ক্রিকেটারদের টেকনিক, মানসিক দৃঢ়তা ও ম্যাচ সচেতনতা বৃদ্ধিতে আশরাফুলের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ ক্রিকেটের এই নতুন অধ্যায় নিয়ে আশাবাদী ক্রিকেটপ্রেমীরাও।
                                                                        
                                                                        
                            
                            
                                
			            
			            
 
			        
 
			        
 
			        
 
			        
				            
				            
				            
Leave a comment