Home জাতীয় জবিতে অনশন: দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে অগ্রগতি না হওয়ায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
জাতীয়শিক্ষা

জবিতে অনশন: দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে অগ্রগতি না হওয়ায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। ২৪ ঘণ্টার অনশনের পর গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও সাজিদ অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—তেঘরিয়ায় দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত সেনাবাহিনীর হাতে হস্তান্তর, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের নির্মাণ কাজ দ্রুত শুরু এবং ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা নিশ্চিত করা।

ক্যাম্পাসে দেখা গেছে, প্রধান ফটকের ‘পকেট গেট’ খোলা থাকলেও মূল ফটক বন্ধ থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে বিভিন্ন বিভাগ, যেমন গণিত, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, বাংলা, এবং মার্কেটিংসহ আরও বেশ কিছু বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নিজ নিজ বিভাগে তালা ঝুলিয়েছেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, “আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো ক্লাস-পরীক্ষা চলবে না। আমরা গত রাতেই ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছি।”

২০১৬ সালে নতুন ক্যাম্পাসের সিদ্ধান্ত নেওয়া হলেও ২০২০ সালের মধ্যে কাজ শেষ করার যে পরিকল্পনা ছিল, তা এখনও পূর্ণ হয়নি। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ২০০ একর জমি অধিগ্রহণ করা হলেও ১১ একর জমি এখনও বুঝে পায়নি কর্তৃপক্ষ।

গত আগস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। একাধিকবার প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পাশাপাশি সচিবালয় ঘেরাও কর্মসূচিও পালন করেন। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে সম্মতি জানান। তবে দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা অনশন ও শাটডাউনে যেতে বাধ্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।...

মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম জোটের ক্ষোভ

রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট। তাঁরা একে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আখ্যা দিয়ে...

Related Articles

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন...

ধর্ষকদের ফাঁসির দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নির্যাতন রোধে পাঁচ দফা...

কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ

বগুড়ার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের...

বরিশালে শিশু ধর্ষণের আসামি গণপিটুনিতে নিহত

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫...