চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় মজিদ মিয়া (৫০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদ মিয়া সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ইছা মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মজিদ মিয়া। সে সময় মেহেরপুরের দিক থেকে চুয়াডাঙ্গামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সড়কের ওপর ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান তিনি। পথচারীরা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সড়কটি বেশ সরু এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, মোটরসাইকেলটির চালককে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
Leave a comment