চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রশাসনের নতুন শুল্ক নীতির জবাবে চীনের প্রেসিডেন্ট সি জিন পিং বললেন, চীন কোনো অন্যায্য দমন-পীড়নকে ভয় পায় না।
সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
এই নতুন শুল্ক কার্যকর হবে আগামীকাল (শনিবার) থেকে। তবে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুল্ক আরও বাড়ানোর পক্ষে নয়। কারণ অতিরিক্ত শুল্কে বাস্তবিক অর্থনৈতিক লাভ নেই।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক আরোপ শুধু সংখ্যার খেলা, যার বাস্তব কোনো প্রভাব নেই। এটি হুমকি ও বলপ্রয়োগের মাধ্যমে বাণিজ্য নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা।
শুক্রবার বেইজিংয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে সি চিন পিং বলেন,
বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। বরং এটা আত্মবিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়।
তিনি আরও বলেন, চীন ৭০ বছরের উন্নয়ন অর্জন করেছে আত্মনির্ভরতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। কোনো বিদেশি সাহায্যে নয়। বাইরের চাপ আমাদের থামাতে পারবে না।
এটাই ছিল শুল্ক যুদ্ধ ইস্যুতে সি চিন পিংয়ের প্রথম প্রকাশ্য মন্তব্য, এবং তা ছিল সরাসরি ও কড়া ভাষায় দেওয়া বার্তা। চীন স্পষ্ট করেছে, তারা পরিস্থিতি শান্ত রাখতে চায়, কিন্তু ভয় পায় না।
Leave a comment