ভারী বৃষ্টি ও ঝড়ের মতো প্রতিকূল আবহাওয়ার মুখে পূর্ব চীনের সাংহাই থেকে ২ লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।বুধবার (৩০ জুলাই) শত শত ফ্লাইট ও ফেরিসেবা স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক সড়ক ও রেলপথ।
এ ছাড়া সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাংহাই ও ঝোউশান অঞ্চলে ওই সতর্কতা জারি করা হয়। বুধবার সাংহাইয়ের দুটি মূল বিমানবন্দরে বাতিল করা হয় ৬৪০টি ফ্লাইট।
রয়টার্সের খবর বলছে, সাংহাইয়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ছয় ঘণ্টার ব্যবধানে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এ ছাড়া রয়েছে প্রবল বাতাস। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার দুপুরে চীনের ন্যাশনাল ম্যারিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টার জানায়, সুনামি হলে দেশের উপকূলীয় অঞ্চলে বিপর্যয়কর প্রভাব পড়বে। করেনি।
সূত্র: রয়টার্স
Leave a comment