চীনের গুইঝো প্রদেশে বন্যায় মৃত্যু হয়েছে ছয়জনের। অঞ্চলটির ৮০ হাজারেরও বেশি লোককে চলতি সপ্তাহে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এ মৃত্যুর ঘটনা ঘটলো। রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার একথা জানিয়েছে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ র গুইঝোতে বন্যার কারণে সর্বোচ্চ জরুরি বন্যা মোকাবিলা পরিস্থিতি জারি করেছে কর্তৃপক্ষ।
প্রাকৃতিক দুর্যোগটির কারণে মঙ্গলবারের মধ্যে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানিয়েছে, মঙ্গলবার থেকে গুইঝোর রংজিয়াং কাউন্টিতে ‘ব্যাপক বন্যা’ হয়েছে। বার্তা সংস্থা এএফপি স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় জন ।’
রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভিতে বলা হয়েছে, ‘ অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং শহরের কিছু অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিঘ্ন ঘটেছে যান চলাচলে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ এবং কিছু লোক আটকা পড়েছে।’
এতে আরো বলা হয়, ‘কাউন্টিতে পানির স্তর এখন সতর্কতা সীমার নিচে নেমে গেছে। দুর্যোগ-পরবর্তী উদ্ধার এবং পুনর্গঠনের কাজ চলছে।’ বুধবার সিনহুয়া জানিয়েছে যে, রংজিয়াংয়ের একটি ফুটবল মাঠ তিন মিটার পানির নিচে ডুবে গেছে।
একজন স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থাটিকে জানিয়েছে যে, পানিতে আটকা পড়ায়, তাদের বাড়ির তৃতীয় তলা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
Leave a comment