মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম চা শিল্পে দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তুলে বক্তব্য দেন। তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন খাতের মতো চা শিল্পেও ভাগ বসিয়েছে।” গতকাল বিকেলে কুরমা চা বাগান মাঠে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, চা বাগানে মদের দোকান থাকা উচিত নয় এবং এসব অপসারণে শ্রমিকদের ভূমিকা রাখতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন চা শ্রমিক নেত্রী গীতা কানু, পঞ্চায়েত সভাপতি নারদ পাশী, এবং স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম।
এদিকে ময়মনসিংহে শাপলা চত্বরে শহীদ সিরাজের স্মরণে আয়োজিত একটি সেমিনারে সারজিস আলম বলেন, “দেশ এখনও ফ্যাসিবাদমুক্ত হয়নি। বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে জনগণের দুর্ভোগ বাড়বে।”
চা শ্রমিকদের সমাবেশ ও সেমিনারে নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা শ্রমিক অধিকার রক্ষা, বৈষম্য দূরীকরণ, এবং সামাজিক শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান। বক্তাদের মতে, চা শিল্পে দুর্নীতি ও শ্রমিকদের প্রতি অবহেলার অবসান জরুরি।
Leave a comment