গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী সাংবাদিক। ঐ নারী সাংবাদিক হলেন ওয়ালা আল-জাবারি, যিনি সন্তান সম্ভবা ছিলেন। একই হামলায় তার স্বামী আমজাদ আল-শায়ের এবং তাদের চার সন্তান নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে মিডিল ইস্ট আই জানায়, ওয়ালা’র গর্ভজাত শিশুটিও বিস্ফোরণের তীব্রতায় দেহ থেকে বেরিয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে একটি মৃত ভ্রূণকে কাপড়ে জড়ানো অবস্থায় দেখা গেছে। যদিও এই ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করতেন ওয়ালা আল-জাবারি। তিনি সেই ২৩১ জন ফিলিস্তিনি সাংবাদিকদের একজন, যারা ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।
মানবাধিকার সংগঠন ও সংবাদপত্র সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এসব হামলাকে ‘সাংবাদিকদের ওপর পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক হামলা’ বলে আখ্যায়িত করেছে।
এই সপ্তাহের শুরুতেও রাফাতে রেড ক্রসের একটি কেন্দ্রে অভিযানের সময় ফটোসাংবাদিক তামার আল-জানিনকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। একই অভিযানে গাজায় ফিল্ড হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আল-হামস-কে আটক করে তারা ।
যুক্তরাষ্ট্রের ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে গাজা যুদ্ধকে সাংবাদিকদের জন্য ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে।
‘নিউজ গ্রেভইয়ার্ডস’ শিরোনামের ঐ প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে মোট যত সাংবাদিক নিহত হয়েছেন, তা আমেরিকার গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়া যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ মিলেও এত সাংবাদিক মারা যায়নি।
সূত্র: মিডিল ইস্ট আই
Leave a comment