Home জাতীয় অপরাধ চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী
অপরাধ

চাপাতি হাতে পুলিশের সামনে দিয়েই হেঁটে গেল ছিনতাইকারী

Share
Share

রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর একটি ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘটেছে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। সিসিটিভি বা প্রত্যক্ষদর্শীর মাধ্যমে নয়, সরাসরি মোবাইল ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে—এক ব্যক্তি চাপাতির ভয় দেখিয়ে অন্য এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নির্বিঘ্নে পুলিশের সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। ঘটনাস্থলের আশপাশে তিনজন পুলিশ সদস্য থাকলেও তারা ছিলেন নিষ্ক্রিয়।

ভিডিওটি শুক্রবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, এক ব্যক্তি প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে বড় একটি চাপাতি। সামনে থাকা সাদা শার্ট ও জিনস পরা এক তরুণকে ভয় দেখিয়ে তিনি ব্যাগ ছিনিয়ে নেন। এরপর রাস্তা পার হয়ে নির্দ্বিধায় এলাকা ত্যাগ করেন। আশপাশে ছিলেন সাধারণ পথচারীরাও, কিন্তু কেউ কিছু বলেননি বা প্রতিবাদ করেননি।

সবচেয়ে বিস্ময়ের বিষয়, ভিডিওতে যে তিনজন পুলিশ সদস্যকে দেখা যায়—দুজন পোশাকধারী ট্রাফিক পুলিশ ও একজন সাদাপোশাকে—তারা ঘটনাটিকে প্রতিহত করার কোনো উদ্যোগ নেননি।

স্থানীয় সূত্র ও ভিডিও বিশ্লেষণে জানা যায়, ঘটনাটি ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বর রাসেল স্কয়ারের সামনে, নিউ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। তবে এখনো ছিনতাইয়ের শিকার ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভিডিওটি হাতে পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রাতে রাসেল স্কয়ার মোড়ে সাধারণত অনেক ট্রাক ও নৈশকোচ থাকে। সে সময় ট্রাফিক পুলিশ সেগুলোর নিয়ন্ত্রণেই ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটি চোখের আড়ালে থেকে যেতে পারে।

এদিকে পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, ভিডিও ফুটেজের ভিত্তিতে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং অচিরেই তাকে আটক করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ঢাকায় এ ধরনের ভয়াবহ ঘটনা এই প্রথম নয়। মাত্র এক সপ্তাহ আগে, ১১ জুলাই ভোরে শ্যামলী ২ নম্বর সড়কে চাপাতি হাতে ছিনতাইয়ের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ঘটনায় শিমিয়ন ত্রিপুরা নামের এক যুবকের মানিব্যাগ, মোবাইল ও জামাকাপড় কেড়ে নেয় তিন মোটরসাইকেল আরোহী। পরবর্তীতে সেই ঘটনায় জড়িত তিনজনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

রাজধানীতে একের পর এক এমন ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন—প্রতিনিয়ত পুলিশের উপস্থিতিতেই যদি অপরাধীরা এমন সাহস দেখায়, তবে নিরাপত্তা কোথায়?

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমরা আবারও যাবো গোপালগঞ্জে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা...

মুন্সীগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে সেলিনা বেগম (৫৬) নামের এক নারীর। শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্ধী গ্রামে বুধবার (১৬ জুলাই) দিবাগত...

Related Articles

গোপালগঞ্জে সহিংসতায় নিহত পাঁচ, অজ্ঞাত আসামি প্রায় ২২০০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতায়...

চাঁদা দাবির অভিযোগে জামায়াত নেতা সাময়িক বহিষ্কৃত

কুড়িগ্রামের রাজীবপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন...

মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন

রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে...

শ্বশুরকে বলার পর মুহূর্তেই খুন হন হাবিবা

বগুড়ায় এক হৃদয়বিদারক ঘটনায় খুন হওয়ার আগমুহূর্তে শ্বশুরকে ফোন করে বাড়িতে আসতে...