Home রাজনীতি চাঁদাবাজির রাজনীতি করলে বিদায় হবে হাসিনার মতো: নাহিদ ইসলাম
রাজনীতি

চাঁদাবাজির রাজনীতি করলে বিদায় হবে হাসিনার মতো: নাহিদ ইসলাম

Share
Share

 

“যারা দখল, চাঁদাবাজি, ছিনতাই আর কমিশনের রাজনীতি করতে চায়, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে”—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এ দেশ আর কাউকে দখলের, চাঁদাবাজির, অন্যায় লুটপাটের রাজনীতি করতে দেবে না। বাংলাদেশের মানুষ যেমন শেখ হাসিনাকে বিদায় করেছে, তেমনি এসব অপচর্চাকারীকেও রুখে দেবে।”

তিনি আরও বলেন, “বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ গ্রহণ করবে না। যারা এগুলো ছাড়া নির্বাচন করতে চায়, তারাই গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এক সময় স্বৈরাচার সরকার ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় ছিল। জনগণের ওপর এমন কোনো নির্যাতন ছিল না, যা তারা করেনি। এখন আবার কেউ কেউ ভাবছে, শুধু নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—হাসিনাও তা-ই ভাবতেন। কিন্তু মানুষ তা মেনে নেয়নি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার গড়ে তোলা সিস্টেম এখনো টিকে আছে।”

তিনি বলেন, এনসিপি গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।

সমাবেশকে ঘিরে ঝালকাঠি শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। শহরে পথযাত্রা শেষে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত সমাবেশে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। নেতাদের আগমনে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

সমাবেশে অংশ নেওয়ার আগে বিকেল চারটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঝালকাঠি পৌঁছে প্রথমে নেছারাবাদ দরবার শরিফে যান। সেখানে তাঁরা হজরত কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন এবং তাঁর ছেলে মাওলানা খলিলুর রহমানের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই তৈরি ম্যালওয়্যারে র‍্যানসমওয়্যার হামলার বৈশ্বিক আশঙ্কা

সাইবার জগতে নতুন এক আতঙ্কের নাম ‘প্রম্পটলক’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এই ম্যালওয়্যারকে ঘিরে বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন।...

মিয়ানমার সীমান্ত থেকে ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ১৯টি ট্রলারসহ ১২২ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল থেকে বেলা...

Related Articles

সিভিল সোসাইটি বিএনপিকে আরেকটা আ. লীগ বানাতে চাইছে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন,...

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি...

জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র চলছে- আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয়...

নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের...