Home জাতীয় অপরাধ চট্টগ্রামে বলাৎকারের পর মাদ্রাসা ছাত্রকে হত্যা, মরদেহ উত্তোলন করা হলো ২১ দিন পর
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

চট্টগ্রামে বলাৎকারের পর মাদ্রাসা ছাত্রকে হত্যা, মরদেহ উত্তোলন করা হলো ২১ দিন পর

Share
Share

চট্টগ্রামের লোহাগাড়ায় তাসনিমুল হাসান সাজিদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যার অভিযোগে ময়নাতদন্তের জন্য ২১ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে তার মরদেহ।

লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ার সোয়ারী বর জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা চুনতি পুলিশ ফাঁড়ির আইসি মো. আব্বাস উদ্দিন।

এর আগে ২৪ জুন বিকেল ৪টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার শরিয়ত উল্লাহ জামে মসজিদের পাশে একটি মাঠে সাজিদের নিথর দেহ পড়ে ছিল। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন তার শরীরের বেশ কয়েকটি জায়গায় পাওয়া যায় আঘাতের চিহ্ন।

সে সময় ঘটনাটিকে ধামাচাপা দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজিদের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয় এবং দ্রুত দাফন করা হয় তার মরদেহ।

পরে সাজিদের বাবা মো. মাঈনুদ্দিন আজাদের (৩৫) সন্দেহ হলে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।

এর প্রেক্ষিতে, সাজিদের বাবা গত ১ জুলাই বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুজনকে আসামি করে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে নথিভুক্ত করার জন্য লোহাগাড়া থানার ওসিকে নির্দেশ দেন।

এ মামলায় প্রধান আসামি করা হয় সাজিদের আরবি শিক্ষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নাছির উদ্দিনকে (৩৭)। এ ছাড়া সাজিদের নানা আবুল হোসেনকেও (৫৫) এ মামলার আসামি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে সাজিদ তার নানার বাড়িতে মায়ের সঙ্গে থেকে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করত। এ ছাড়া সে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নাছির উদ্দিনের কাছে মসজিদের পাশের একটি কক্ষে আরবি পড়ত। প্রতিদিনের মতো ২৪ জুন বিকেল ৩টায় আরবি পড়তে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষক নাছির, সাজিদের মাকে ফোন করে জানান, সাজিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। পরে স্থানীয়রা মসজিদের পাশের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, শিক্ষক নাছির সাজিদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টার সময় তাকে আটক করেন স্থানীয়রা। পরে সাজিদের নানা আবুল হোসেনের সহায়তায় পালিয়ে যান নাছির ।

পরে ঘটনাস্থলে গিয়ে সাজিদের বাবা জানতে পারেন তার ছেলেকে জোরপূর্বক যৌন নিপীড়ন করার পর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করতে নাক ও মুখে বালিশ চাপা দেয় নাছির । শিশু সাজিদের গায়ে বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন ছিল না। এ ছাড়াও ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তারের দূরত্বও অনেক বেশি।

সাজিদের বাবা বলেন, ‘মৃত্যুর পর আমার ছেলের মরদেহের ছবি আমি দেখেছি, তখন তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের কোনো চিহ্ন ছিল না। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। আর ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তারের দূরত্ব ছিল অনেক বেশি ।’

তিনি বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দিন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। কিন্তু মসজিদ কমিটির লোকজন নিজেদের জিম্মায় নেন তাকে এবং পরে আমার শ্বশুর আবুল হোসেনের সহায়তায় পালিয়ে যায় সে । আমার শ্বশুর বিপুল অর্থের বিনিময়ে অভিযুক্ত নাছিরকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি ময়নাতদন্ত ছাড়া এবং আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন। যা পরিকল্পিত একটি হত্যাকাণ্ডের প্রমাণ লোপাটের চেষ্টা।’

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘বিজ্ঞ আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাজিদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিকআপের ধাক্কায় নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৪০) ও মো. জাকির হোসেন (৪৫) । সম্পর্কে তারা ভায়রা ভাই।...

সিরাজগঞ্জে নৃত্যশিল্পী ধর্ষণ মামলার ২ আসামি আটক

সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে দুই আসামিকে। বগুড়ার শাজাহানপুর সদর উপজেলা থেকে রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে...

Related Articles

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে সেনা, পুলিশ ও বিজিবি

গোপালগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি...

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ...

জয়পুরহাটে বজ্রপাতে প্রাণহানি ঘটল কলেজছাত্রের

জয়পুরহাটে ফসলের মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন আব্দুল হান্নান জাফর...

ভারতে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিক্ষক

ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে পুলিশ নরেন্দ্র, সন্দ্বীপ,...