Home জাতীয় দুর্ঘটনা চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা ও মোটরসাইকেল, নিহত ৩
দুর্ঘটনা

চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা ও মোটরসাইকেল, নিহত ৩

Share
Share

চট্টগ্রামের বোয়ালখালীতে কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন রাতে প্রথম আলোকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, বাকি দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ।

রেলওয়ের গুমদণ্ডী স্টেশনের সহকারী স্টেশনমাস্টার আজম উদ্দিন জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে কালুরঘাট সেতুতে উঠে পড়ে। সে সময় সেতুর ওপর দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলোর একটি নষ্ট হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়। এতে সেতু খালি না হওয়ায় ট্রেনের ধাক্কায় একের পর এক যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ওপর একাধিক যানবাহন আটকে পড়েছিল। হঠাৎ করেই ট্রেন এসে সেগুলোর ওপর উঠে যায়। তীব্র গতিতে ধাক্কা খেয়ে অটোরিকশা ও মোটরসাইকেলগুলো একাধিক টুকরো হয়ে পড়ে থাকে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ের নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে এবং লাইনম্যানের সংকেত পাওয়ার পর সেতু অতিক্রম করবে। কিন্তু ট্রেনচালক কোনো সংকেত না নিয়েই সরাসরি সেতুতে উঠে পড়েন। এতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনার তদন্ত এবং ট্রেনচালকের ভূমিকা নিয়ে রেল কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তুরস্কে পারফিউমের গুদামে ভয়াবহ আগুন, নিহত ছয়

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পারফিউমের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (৮ নভেম্বর) ভোররাতে কোকায়েলি প্রদেশের দিলোভাসি শিল্পাঞ্চলে...

আশ্রয় দেওয়ার জন্য আমি ভারতের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

ভারতের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্প্রতি হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে...

Related Articles

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।...

ময়মনসিংহে বাসে আগুন : ঘুমন্ত চালকের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে...

কিশোরগঞ্জে হোটেলের বাথরুমে মিলল বাসচালকের মরদেহ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. শহীদুল ইসলাম (৫০) নামে...

সুন্দরবনে ট্রলারডুবি: দুই দিন পর নারী পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা...