Home আঞ্চলিক চট্টগ্রাম চট্টগ্রামে পরিবেশ সুরক্ষায় আইওয়াইসিএম’র বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন
চট্টগ্রাম

চট্টগ্রামে পরিবেশ সুরক্ষায় আইওয়াইসিএম’র বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন

Share
Share


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার (আইওয়াইসিএম) চট্টগ্রাম চ্যাপ্টার পরিবেশ সুরক্ষায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইনের সূচনা করেছে। আজ বুধবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিপণিকেন্দ্র নিউমার্কেটে বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার সমিতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এডভাইজর, বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সংগঠনটির সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিন শারুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ খুরশিদ আলম। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জলাবদ্ধতা নিরসন এবং আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানির উচ্ছিষ্ট বর্জ্য সঠিকভাবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিযুক্ত বিপনি বিতান সুপারিন্টেন্ডেন্ট সালাহউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক সামশুদ্দিন আহমেদ ও ফরমান উল্লাহ, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম এবং কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সোয়েব, মোহাম্মদ আজম ইকবাল, জানে আলম চৌধুরী, রনি সাহা, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোঃ নাজিম উদ্দিন।
আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল মোস্তফা, মোঃ মিরাজ হোসেন, উম্মে হাবীবা আইরিন, মাহফুজ আহম্মেদ নির্ঝর, আবদুশ শুক্কুর, হারেছা খানম সুখি ও সুমাইয়া বিনতে সুইটি।
সভায় বক্তারা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গৃহস্থালী ও কোরবানির বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করে নির্ধারিত ডাস্টবিন বা নিদিষ্ট স্থানে ফেলতে নগরবাসীকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। বিশেষ করে ঈদুল আজহার সময় পশুর উচ্ছিষ্ট বর্জ্য যেন যথাযথভাবে ব্যবস্থাপনায় রাখা হয়, সে বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়। নেতৃবৃন্দ আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সংগঠনের পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ পরিবেশ দিবসে আইওয়াইসিএম-এর স্বেচ্ছাসেবকরা নিউমার্কেট এলাকায় পথচারীদের মাঝে সচেতনতা লিফলেট বিতরণ করেন। সংগঠনটি জানিয়েছে, পুরো সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতলেন ৩ জন

এ বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন। তারা হলেন- জোয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। সোমবার (১৩ অক্টোবর)  বিকেল ৩টা ৪৫ মিনিটের...

ঝিনাইদহে সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে রোববার (১২ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছেন। মৃত হৃদয় হোসেন ওই...

Related Articles

মন্ত্রণালয়ের ফাইল বাসায় নিয়ে যান উপদেষ্টা, আর স্বাক্ষর হয় না-চসিক মেয়রের অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা...

চট্টগ্রামের প্রবীণ মুহাদ্দিস মুফতি আহমদুল্লাহ মারা গেছেন

চট্টগ্রামের বিশিষ্ট আলেম ও শায়খুল হাদিস, মুফতি আহমদুল্লাহ আর নেই। রোববার (১৪...

ফেনীতে নতুন করে বন্যায় প্লাবিত আরও ১০ গ্রাম

টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।...

চট্টগ্রামে স্ত্রী-কন্যার সামনেই গুলি করে হত্যা করেছে যুবদল কর্মীকে

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তরা স্ত্রী ও কন্যার সামনে মো. সেলিম (৪০) নামে...