পুলিশ চট্টগ্রামের সীতাকুণ্ডের মুক্তা পুকুরপাড় থেকে নয়ন দেবনাথ নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ওই পুকুরপাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহটি। নিহত নয়ন দেবনাথ (২২) উপজেলার দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
স্থানীয়রা বলেন, সীতাকুণ্ডের একটি দোকানে বিক্রয়কর্মীর কাজ করতেন নয়ন । কয়েক দিন ধরে তিনি স্থানীয় বাসিন্দাদের বলছিলেন, তাকে একজন টাকার জন্য চাপ দিচ্ছেন। তবে কে টাকার জন্য চাপ দিচ্ছেন, সেটি বলেননি তিনি। গত সোমবার থেকে নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরে আজ সকালে বাড়ির কাছে হাবিব সড়কসংলগ্ন মুক্তা পুকুরপাড়ে গাছে পাওয়া যায় তার ঝুলন্ত মরদেহ। তাদের দাবি, নির্যাতনের পর হত্যা করে নয়নকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করা হছেয়ে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর জানা যাবে সেটি।
Leave a comment