চট্টগ্রাম নগরীর টেরিবাজারে খাজা মার্কেটের একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে এ আগুন লাগে। মার্কেটটিতে বিভিন্ন পোশাকের ২০ থেকে ৩০টি গুদাম রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খাজা মার্কেটের দ্বিতীয় তলায় প্রথমে আগুন দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পর মার্কেটের ভেতর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বাড়তি সময় নিতে হচ্ছে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, “২০ থেকে ৩০টি গুদাম রয়েছে সেখানে। ঈদের আগে এমন ঘটনায় ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হবে। এখনো ধোঁয়া বের হচ্ছে, ফায়ার সার্ভিস কাজ করছে।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a comment