নানা বিষয়কে কেন্দ্র করে সমালোচনায় থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এবার নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ভোরে ঢাকা ডেমরার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে পাঠানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন। তিনি জানান, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান দ্য ডেইলি স্টার এর বরাতে বলেছেন , ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী গত রাতে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে, নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতারণার অভিযোগে করা এক মামলায় ডিবি পুলিশ নোবেলকে গ্রেপ্তার করেছিল।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে পরিচিতি পান নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে সমালোচিত হতে হয়েছে। একটা সময়
দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলে সেখানেও তাকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। কুড়িগ্রামে ২০২৩ সালে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন তিনি। কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন শিল্পীর দিকে।
Leave a comment