Home জাতীয় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ।
জাতীয়দুর্ঘটনা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ।

Share
Share

আজ বুধবার ভোর চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

চন্দ্রিমা উদ্যান এলাকার ১১ নম্বর রোডের একটি তিন তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।দগ্ধরা হলেন, ফাতেমা বেগম (৪০), তার মেয়ে সাদিয়া আফরিন (২০) ও সাদিয়ার ১১ মাস বয়সী মেয়ে ইরশাত জাহান।

ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস জানান, ওই বাসায় ফাতেমা, তার মেয়ে, মেয়ের জামাই এবং নাতনি নিয়ে থাকেন। ফাতেমা গ্রিন রোডে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। গতরাতে বাসায় তারা তিনজনেই ছিলেন। সাদিয়ার স্বামী গাড়িচালক। তিনি বাসার বাইরে ছিলেন। ভোরে প্রতিবেশীদের মাধ্যমে ফোনে তিনি খবর পান, ওই বাসায় আগুন লেগেছে। তখন সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখেন, তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। তখন দ্রুত হাসপাতালে নিয়ে আসেন তিনি।

জান্নাতুল ফেরদৌস আরও জানান, চলতি মাসের ১ তারিখেই ওই বাসায় ভাড়া উঠেছিলেন তার বোন এবং ভাগ্নি।  গতকাল রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে এনেছিলেন। রাতে যখন তারা সবাই ঘুমিয়েছিলেন, সেই সময় বিকট শব্দে বাসায় বিস্ফোরণ হয় এবং এতে তাদের তিনজনের শরীরে আগুন ধরে যায়। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে এখনও তিনি কিছু জানেন না। তবে তার ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, শিশুর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনের শরীরের ৭ শতাংশ করে দগ্ধ হয়েছে। অবজারভেশনে রাখা হয়েছে তাদের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়ী জুলাই আন্দোলনের আলোচিত মুখ তন্বি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত মুখ,...

“ছাত্রশিবির জাতির সঙ্গে বেঈমানি করেছে” – উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী উমামা ফাতেমা এবারও নির্বাচনী প্রক্রিয়াকে “কারচুপি” হিসেবে আখ্যায়িত করেছেন। উমামা ফাতেমা বুধবার ভোর...

Related Articles

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট...

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন জাতীয়...

নাসিরনগরে ব্যবসায়ী খুনের ঘটনায় ছেলে আটক, পুকুর থেকে অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যবসায়ী আলম মিয়া (৬০) হত্যার ঘটনায় তদন্ত চাঞ্চল্যকর মোড় নিয়েছে।...

বলিউডে আরিফিন শুভর অভিষেক, প্রকাশিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিরিজের প্রথম ঝলক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর বলিউডে অভিষেক ঘটল। কলকাতার নির্মাতা সৌমিক সেন...