গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে সোমবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল। জাহাঙ্গীর সরদার মুকসুদপুরের পশ্চিম গোপিনাথপুর গ্রামের কমল সরদারের ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, সকালে মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাহাঙ্গীর। এ সময় দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
Leave a comment