রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বাসা থেকে ফরিদা বেগম (৫০) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
আজ শুক্রবার ভোরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, তিনি নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য ফরিদার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
Leave a comment