গাজীপুর মহানগরীর ভূরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক অজ্ঞাত নারীর। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে ভূরুলিয়া সেতুর পাশের রেললাইনে দেখা যায় ওই নারীর মরদের। তার কিছুক্ষণ আগেই এ রেলপথ দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন অতিক্রম করেছে। ধারণ করা হচ্ছে, রেললাইন দিয়ে চলার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। পরে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম জানিয়েছেন, এলাকাবাসী ভূরুলিয়া রেললাইনে এক নারীর মরদেহ দেখতে পেয়ে খবর দেয় । মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০ থেকে ৪৫ বছর৷ শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।
Leave a comment