Home জাতীয় গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ: একে একে মারা গেলেন দ’গ্ধ ৫ জনই। 
জাতীয়দুর্ঘটনা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বি’স্ফোরণ: একে একে মারা গেলেন দ’গ্ধ ৫ জনই। 

Share
Share

গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে দগ্ধ পাঁচজনের প্রত্যেকেই মারা গেছেন। এ ঘটনায় সবশেষে তানজিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়  শিশু তানজিলা। এর আগে দগ্ধ চারজনই মারা যান।

নিহতরা হলেন— সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)।

রোববার রাতে তানজিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

ডা. শাওন বিন রহমান ( জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ) জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। একই দিন সকালে মারা যান পারভিন আক্তার।

এর আগে, গত শনিবার এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার সকালে মারা যান সিমা আক্তার (৩০)। মঙ্গলবার মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০)। এদের মধ্যে সিমা আক্তার ও তাসলিমা বেগম ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ পাঁচজনকে রাত পৌনে ১১টার দিকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মৃত তানজিলার বাবা হোসেন আলী জানান, সে নিজে গার্মেন্টসে চাকরি করতেন। ঘটনার সময় তানজিলাকে নিয়ে ঘরেই অবস্থান করছিল তাসলিমা। হঠাৎ বিকট শব্দে বাড়িতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয় স্ত্রী তাসলিমা ও মেয়ে তানজিলা। তাসলিমা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত মঙ্গলবার মারা যায় তাসলিমা। আজ রাত ১১টার দিকে মারা যায় মেয়ে তানজিলা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি,...

ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৪৫ মিনিটে একটি ছোট আকারের উড়োজাহাজ হাইওয়েতে চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। ড্যাশক্যামে ধরা...

Related Articles

হাদী গুলিবিদ্ধের ঘটনা: শেরপুরের বারোমারি সীমান্ত থেকে ২ জন আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনাকে কেন্দ্র করে দেশের সীমান্ত...

বিজয় দিবসে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক নবযাত্রা রক্ষার আহ্বান প্রধান উপদেষ্টার

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর...

গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি, রাষ্ট্র বহন করবে চিকিৎসা ব্যয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে...

মঙ্গলবার লন্ডনে তারেক রহমানের বিজয় দিবসের জনসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর)...