আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকার যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পর শনিবার আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দিয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এ অভিযান শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল রোববার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
Leave a comment