Home আন্তর্জাতিক গাজায় যুদ্ধ বন্ধে কি শর্ত দিলেন নেতানিয়াহু।
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ বন্ধে কি শর্ত দিলেন নেতানিয়াহু।

Share
Share

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শর্তসাপেক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে সম্মতি জানিয়েছেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (১৮ মে) , প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতির বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সম্ভাব্য একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনায় আগ্রহ দেখিয়েছে। এতে বলা হয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে।

তবে নেতানিয়াহু যে শর্ত দিয়েছেন, তা বাস্তবায়ন সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে।

এই সময়ে হামাস ১০ জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও কিছু নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। একই সঙ্গে যুদ্ধবিরতির সময়েই স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলবে।

তবে , স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে পুরো গাজা উপত্যকা ছাড়তে হবে এটি নেতানিয়াহুর মূল দাবি এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে।

এর আগে নেতানিয়াহু যুদ্ধ সম্পূর্ণ বন্ধের যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন। তবে টাইমস অব ইসরায়েল বলছে, এবার তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি আলোচনার পথ ধরছেন বলে ধারণা করা হচ্ছে ।

অপরদিকে , হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সংগঠনটি আগেই স্পষ্ট করেছিল, যতদিন ইসরায়েল দখলদার শক্তি হিসেবে থাকবে, ততদিন তারা সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাবে। হামাস জানিয়েছিলো অস্ত্রসমর্পণের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিয়া গোপের মৃত্যুর ১১ মাস পর পুলিশের মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাড়ির ছাদে বাবার কোলে থাকা অবস্থায় গুলিতে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী শিশু রিয়া গোপের । ১১ মাস পর...

কাজাখস্তান জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ করেছে

জনসমক্ষে মুখ ঢেকে রাখা পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে কাজাখস্তান সরকার। সোমবার (৩০ জুন) দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ এ বিষয়ে একটি নতুন আইন...

Related Articles

তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩ জুলাই)...

৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৩ শতাধিক ফিলিস্তিনি

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ৪৮ ঘণ্টায়...

করাচিতে পাঁচ তলা ভবন ধসে নিহত হয়েছে ৫ জন

পাকিস্তানের করাচিতে একটি পাঁচ তলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত...

হিমাচলে টানা বৃষ্টির সঙ্গে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৬৯ জন নিহত হয়েছে

বড় দুর্যোগের কবলে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যটিতে টানা ভারী বর্ষণ, আকস্মিক...