গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী ক্যাম্পে পানি সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ১০ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৬ জনই শিশু।
রোববার (১৪ জুলাই) সকালের দিকে এ ঘটনা ঘটে বলে জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পানির ট্যাংকারের পাশে খালি পাত্র হাতে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি ড্রোন থেকে নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র। হামলায় আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় আল-আওদা হাসপাতালে, যাদের মধ্যে রয়েছে সাতজন শিশু।
ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, রক্তাক্ত শিশুদের নিয়ে মানুষ ছুটছে, কান্না আর আতঙ্কে ভারী হয়ে উঠেছে পরিবেশ । হতাহতদের প্রাইভেট গাড়ি, গাধার গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। একই দিনে গাজার কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে আরও তিনটি হামলায় নিহত হয়েছেন ১৯ জন।
এদিকে আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, রাফাহ ফিল্ড হাসপাতালে মাত্র ৬ সপ্তাহেই আগের এক বছরের তুলনায় বেশি অস্ত্রাহত রোগীর চিকিৎসা দিয়েছে তারা। ২৭ মে থেকে গাজায় নতুন খাদ্য বিতরণ কেন্দ্র চালুর পর থেকে বেড়েছে গুলিবিদ্ধ রোগীর সংখ্যা ।
ইসরায়েল দাবি করছে, তারা বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে। তবে জাতিসংঘ বলছে, খাদ্য সহায়তা কেন্দ্রের আশপাশে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭৮৯ জন বেসামরিক নাগরিক ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ।
সূত্র: বিবিসি
Leave a comment